হার্ণিয়া_কী_লক্ষণ_উপসর্গ_প্রকারভেদ__হার্ণিয়ার_হোমিওপ্যাথিক_চিকিৎসা_প্রতিরোধ_ব্যবস্থা
🛑🚨#হার্ণিয়া_কী_লক্ষণ_উপসর্গ_প্রকারভেদ__হার্ণিয়ার_হোমিওপ্যাথিক_চিকিৎসা_প্রতিরোধ_ব্যবস্থা
🛑🚨যখন শরীরের কোন অঙ্গ আশে পাশের পেশী বা নরম টিস্যুর একটি দুর্বল বা অস্বাভাবিক ছিদ্র ভেদ করে বেড়িয়ে আসে তখন সেই অবস্থা কে হার্ণিয়া বলা হয়। সব চেয়ে সাধারণ প্রকারের হার্ণিয়া হচ্ছে ইঙ্গুইনাল হার্ণিয়াস যা কুঁচকি'র (সরাসরি বা পরোক্ষ ভাবে) সাথে সম্প্রীত, ইনসিশানাল বা ভেন্ট্রাল (অস্ত্রোপচারের পরে পেটে একটি কাটা অথবা দাগ), ফিমোরাল(থাই'এর উপর দিকে, কুঁচকি'র বাইরের দিকে), আমবিলিক্যাল (নাভির কাছে) এবং হিয়াটাল (পাকস্থলীর উপর দিক/ডায়াফ্রাম)। এর লক্ষণ হচ্ছে যেখানে হয়েছে সেখানে ফুলে থাকবে বা ব্যথা হবে। কিছু মানুষের কোন লক্ষণ দেখা যায় না। হার্ণিয়ার চিকিৎসা অস্ত্রোপচার না করেও হোমিওপ্যাথি চিকিৎস টিস্যুগুলি আবার আগের জায়গায় ফিরে যায় ছিদ্র বন্ধ হয়ে যায় তবে কিছুক্ষেত্রে অপারেশন করতেই হয়
🛑🚨হার্ণিয়া হচ্ছে আশে পাশের টিস্যু এবং পেশীর দুর্বল স্থান ভেদ করে একটি অঙ্গ বা চর্বির টিস্যুর বাইরে বেড়িয়ে আসা। এটি স্ত্রনির্বিশেষ হয়, এমন কি বাচ্চাদেরও হয়। স্থূলকায় ব্যক্তিদের এটি বেশি হতে দেখা যায়। হার্ণিয়া সাধারণত হয় যখন অন্ত্র বা উদরকে ঘিরে থাকা পেরিটোনিয়াম উদরের দেওয়ালের কোন ছিদ্র দিয়ে বাইরে বেড়িয়ে আসে। বেড়িয়ে আসা অংশটিকে বলা হয় হার্ণিয়া স্যাক যাতে অন্ত্রের অংশ, পেরিটোনিয়াম বা উদরের বাইরের দেওয়াল, পাকস্থলী এবং/অথবা পেটের চর্বি থাকতে পারে।
🛑🚨#লক্ষণসমূহ :-
*কুঁচকি বা অণ্ডথলি ফুলে যায়৷
*নাভির একপাশে বা চারপাশে ফুলে যায়৷
*উরুর গোড়ার ভেতরের দিকে ফুলে যায়৷
*আগে অপারেশন করা হয়েছে এমন কাটা জায়গা ফুলে যায়৷
🛑🚨#হার্নিয়ার_প্রকারভেদ :-
🚨 ইঙ্গুইনাল হার্নিয়া: এই প্রকারের হার্নিয়ায় দেখা যায়, অন্ত্রের অংশবিশেষ উদর ও উরুর সংযোগস্থলে ইঙ্গুইনাল অঞ্চল দিয়ে প্রবেশ করে। তখন উদর ও উরুর সংযোগস্থল ফোলা মনে হয়।
🚨 ইঙ্গুইনো-স্ক্রোটাল: যদি ইঙ্গুইনাল হার্নিয়াতে কোন প্রকার ব্যবস্থা না নেয়া হয় তখনই এধরনের হার্নিয়া হয়ে থাকে। তখন অন্ত্রের অংশবিশেষ নামতে নামতে একেবারে অন্ডকোষে এসে প্রবেশ করে, ফলে অন্ডথলি ফুলে যায়।
🚨ফিমোরাল হার্নিয়া:ফিমোরাল হার্নিয়াটা সাধারনত মহিলাদের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এক্ষেত্রে উরুর ভেতরের দিকে স্ফিতি দেখা দেয়।
🚨 ইনসিসনাল হার্নিয়া: পূর্বে উদরের অপারেশন করা হয়েছে এমন অঞ্চলে ইনসিসনাল হার্নিয়া হয়ে থাকে। কেননা অপারেশনের ফলে সেই অঞ্চল খানিকটা দুর্বল হয়ে পড়ে।
🚨 আম্বিলিকাল হার্নিয়া:- আক্রান্ত ব্যক্তির নাভির চারপাশ বা একপাশ ফুলে ওঠে।
🛑ইনগুইন্যাল হার্ণিয়াকে অবস্থাভেদে আবার কয়েকভাবে ভাগ করা যায়। যথা-
ক) ইনকমপ্লিট হার্ণিয়া
খ) কমপ্লিট হার্ণিয়া
গ) রিডিউসিবল হার্ণিয়া
ঘ) ইরিডিউসিবল হার্ণিয়া
🛑#রোগ_নির্ণয়
কুঁচকির এলাকার ফোলা পরীক্ষার মাধ্যমে ইঙ্গুইনাল হার্নিয়া নির্ণয় করা হয়।
🛑#চিকিৎসা :-
#চিকিৎসা ছাড়া হার্নিয়া ভাল হয় না, যদিও কয়েক মাস বা এক বছরে হার্নিয়া খুব একটা খারাপ অবস্থায় উপনীত হয় না। অত্যন্ত ব্যথাযুক্ত এক ধরনের হার্নিয়া আছে, যা থেকে তুলনামূলকভাবে সহজে পরিত্রাণ পাওয়া যায় এবং তা স্বাস্থ্যের জন্যও আশঙ্কাজনক নয়, একে রিডিউসিবল হার্নিয়া বলা হয়। আর এক ধরনের হার্নিয়া রয়েছে যা হতে পরিত্রাণ পাওয়া অনেকটাই কষ্টসাধ্য। একে ননরিডিউসিবল হার্নিয়া বলে। এই ধরনের হার্নিয়া জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, বিশেষ করে যখন উন্মুক্ত অংশে অন্ত্রের কোনো অংশ আটকে যায় বা রক্ত চলাচলে বাধার সৃষ্টি করে। এই ধরনের হার্নিয়াকে ইনকারসিরেটেড হার্নিয়াও বলা হয়ে থাকে।
🚨হার্নিয়ার দু’ধরনের সাধারণ অপারেশন করা হয়।
🛑#হানিয়োব্যাফি :- এ পদ্ধতিতে আপনার সার্জন আপনার কুঁচকিতে একটা ইনসিশন দিয়ে বেরিয়ে আসা অন্ত্রকে ঠেলে পেটের মধ্যে ফেরত পাঠান। তারপর দুর্বল বা ছেঁড়া মাংসপেশি সেলাই করে ঠিক করে দেন। অপারেশনের পর যত তাড়াতাড়ি সম্ভব আপনি চলাফেরা করতে পারবেন। তবে স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে আপনার চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।
🛑#হানিয়োপ্লাস্টি :- এ পদ্ধতিতে আপনার সার্জন কুঁচকি এলাকায় এক টুকরো সিনথেটিক মেশ লাগিয়ে দেন। সেলাই, ক্লিপ অথবা স্টাপল করে এটাকে সাধারণ দীর্ঘজীবী রাখা হয়। হার্নিয়ার ওপরে একটা একক লম্বা ইনসিশন দিয়েও হার্নিয়োপ্লাস্টি করা যেতে পারে। বর্তমানে ল্যাপারোস্কপির মাধ্যমে, ছোট ছোট কয়েকটি ইনসিশন দিয়ে হার্নিয়েপ্লাস্টি করা হয়।
🛑#শিশুদের_মধ্যে_হার্নিয়া_কি?
🚨শিশুদের পেটের টিস্যুগুলিতে একটি ছোট্ট খোলা অংশ থাকে যা নাভির মধ্য দিয়ে যেতে পারে। যখন শিশু মায়ের গর্ভের অভ্যন্তরে থাকে তখন এটি মাকে সন্তানের সাথে সংযুক্ত রাখে; জন্মের পরে বা আরও পরে, শিশু যখন পরিপক্ক হয়, পেশীগুলির মধ্যে থাকা এই খোলা অংশ বন্ধ হয়ে যায়। কিছু ক্ষেত্রে, যেখানে পেশীগুলি পূরণ করে না এবং তাদের বৃদ্ধি সম্পূর্ণ করে না, ঐ অঞ্চলে একটি ছোট ফাঁক তৈরি হয়। যদি অন্ত্রের একটি লুপ এই খোলা অংশের মধ্যে দিয়ে চেপে যায় তবে ফলস্বরূপ হার্নিয়া হয়।
🚨শিশু এবং ছোট বাচ্চাদের মধ্যে হার্নিয়ার প্রকারভেদ
হার্নিয়া এমন একটি অবস্থা যেখানে ফ্যাটি টিস্যু বা একটি অঙ্গ আশেপাশের পেশীর প্রাচীরের ফাঁক দিয়ে ধাক্কা দেয়। প্রায়শই, শিশুরা তাদের দেহের অভ্যন্তরে কিছু ছোট ছোট ছোট খোলা অংশ নিয়ে জন্মায়, তবে এগুলি সাধারণত কোন এক সময় বন্ধ হয়। এদিকে, যদি নিকটবর্তী সংযোগকারী টিস্যুগুলি এই খোলা অংশের মধ্য দিয়ে চেপে যায় তবে সেগুলির ফলে হার্নিয়া হয়!#Dr. Masud Jaman ☎️📲🩺 01717-499374

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন