শুক্রাণু শূন্য হওয়ার কারন কি ? এ ধরনের পুরুষ কি পিতা হতে পারবেন ?
🛑🚨#শুক্রানু শূন্য (Azoospermia) কি ? #শুক্রানু শূন্য হওয়ার কারন কি ? এ ধরনের পুরুষ কি পিতা হতে পারবেন ?#ReviewPost #reviewtime #স্বাস্থ্য
🛑#শুক্রানু হচ্ছে পুরুষের প্রজনন কোষ যা বীর্য(Semen)-এ থাকে , #শুক্রানু খালি চোখে দেখা যায় না । উন্নত মানের ডায়াগনস্টিক সেন্টার / এন্ড্রোলোজি (Andrology) ল্যাবে বীর্য টেস্ট করে শুক্রানুর উপস্থিতি সংখ্যা ,আকৃতি ,চলন শক্তি নির্নয় করেন ডাক্তার । বীর্য টেস্ট করার ৩ থেকে ৫ দিন সহবাস বা হস্তমৈথুন দ্বারা বীর্যপাত করা যাবেনা ।
🛑#বীর্য পরীক্ষায় একটিও শুক্রানু না পাওয়া গেলে শুক্রানু শূন্য বা azoospermia বলে ।
ভাইরাল জ্বরে শুক্রানু উৎপাদন ব্যাহত হয় এবং ল্যাবের টেস্টা এ কোন ত্রুটি থাকতে পারে , বিধায় ৩ মাস পর পুনরায় বীর্য পরীক্ষা করে শুক্রানু শূন্য নিস্চিত হতে হয় ।
🛑#শুক্রানু শূন্য পুরুষদের সহমর্মীতার সাথে ইনিয়ে - বিনিয়ে বেশ কিছু কথা বলে রিপোর্ট বলতে হয় এবং সুস্থ্য জীবন যাত্রা ও খাদ্য - তালিকা বিশদভাবে বুঝিয়ে বলে আর ও কিছু পরীক্ষা করতে দিতে হয় ।⚧️ টেস্টগুলো -
🛑#হরমোন টেস্ট -USG of Testis of both sides
Chromosome Analysis
🛑#শুক্রানু শূন্যতার কারন :
১। মস্তিস্কে পিটুটারি gland আছে - যা শরীরের হরমোন তৈরি নিয়ন্ত্রন করে ; এই গ্রন্থির কোন সমস্যা থাকলে । অনেকক্ষেত্রে চিকিৎসা করে গ্রন্থির সমস্যা সমাধান হলে টেস্টিস শুক্রানু উৎপাদন শুরু করে ।
২। টেস্টিস শুক্রানু উৎপাদনে অক্ষম ।
৩। জন্মগতভাবে টেস্টিস অন্ডকোষ এ না থেকে পেটে থাকলে ; জন্মের ২ বছরের মধ্যে অপারেশন করে অন্ডকোষ এ আনলে শুক্রানু ঠিকমতো তৈরি হয় ।
৩। শুক্রানু উৎপাদন ঠিকমতো হয় কিনতু চলাচলের নালি( vasdeferrence ) বন্ধ ।
🛑 জন্মগত বন্ধ
🛑ইনফেকশন (গনরিয়া .ক্লেমাইডিয়া)
🛑 অপারেশন - হারনিয়া .হাইড্রসিল . prostate।
🚨আরো কিছু রোগের কারনে শুক্রানু উৎপন্ন হয় না -
Mumps ইনফেকশন
টেস্টিস এর টিবি এবং ক্যান্সার
ক্যান্সারের চিকিৎসার জন্য কেমো বা রেডিও থেরাপি পেলে - এসব ক্ষেত্রে আগেই শুক্রানু
সংগ্রহ করে ফ্রীজ করে রেখে পরবর্তীতে ব্যবহার করা যায় ।
🛑বাহির থেকে পুরুষের আকৃতি দেখে কি শুক্রানু শূন্য অনুমান করা যায় ?
⚧️হা klinifelter রোগীর চেহারা দেখে একহারা শরীর এবং বেশ লম্বা
শরীরে পশম ও ত্বকে মেদ থাকেনা
স্তন বড়ো (Gynaecomasia) হয় ।
⚧️পিতা হতে পারবেন ?
হা ।
⚧️কিভাবে ?
🛑অন্ডকোষ থেকে শুক্রানু বের করে IVF বা ICSI এর সাহায্য নিয়া ।
⚧️যদি শুক্রানু .টেস্টিস থেকে না পাওয়া যায় তবে বাবা হবার উপায় ?
🛑semen bank থেকে বীর্য নিয়া , এটা ইসলাম সমর্থন করেনা ।
🛑শুক্রানু শূন্য পুরুষ রিপোর্ট শুনে মনোবল হারিয়ে ফেলেন ,অনেকের স্ত্রী কেঁদে ফেলেন এমন কি তালাকও দেন । কারন এই শ্রেনীর পুরুষরা বেশির ভাগই অত্যন্ত গরীব হয় -ফলতঃ ব্যয়বহুল IVF / iCSi করতে অক্ষম । আমিন । #হোমিওপ্যাথিক #চিকিৎসা #Dr . Masud jaman ☎️ 01717-499374
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন